✪Connector কাকে বলে?
Answer: শব্দ বা বাক্য সংযোগকারী শব্দ বা শব্দগুচ্ছকে Connector বলে। তবে সিলেবাসে শুধু Sentence Connector থাকায় আমরা শুধু বাক্য সংযোগকারীদের নিয়েই আলোচনা করব। Conjunction, Adverb, Adverbial Phrase কানেক্টর হিসেবে কাজ করে।
⇨Conjunction as Connectors: As, since, because, if, so that, etc.
⇨Adverb: normally, surely, also, of course, etc
⇨Adverbial Phrase: the contrary, on the other hand, etc
✪Conjunction কোথায় হবে?
Answer : সাধারণত দুটি clause এর মাঝে বা শুরুতেই sentence connectors বসে থাকে। বাক্যের শেষে বা বাক্যের শুরুতে গ্যাপের পর কমা থাকলে সেখানে সাধারণত Adverb বসে। এছাড়াও, subject এর verb এর মাঝে adverb বসে। এই adverb এর আগে adverbial phrase ও বসতে পারে কখনো কখনো।
নিচে কিছু Connector দেয়া হলো যাদের একটি থাকলে অপরটি উত্তরে বসবে।
✪জোড় Connectors :
1➤Both - And